গণবিজ্ঞপ্তি
২০১৮-২০১৯ অর্থ বছরে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গৃহিত “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)” শীর্ষক কর্মসূচির আওতায় রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমি এর অনুকূলে বরাদ্দকৃত অর্থদ্বারা এককালীন শিক্ষা উপকরণ ও শিক্ষা বৃত্তির জন্য রাজশাহী বিভাগের জেলাসমূহের দরিদ্র ও মেধাবী ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের নিকট থেকে নিম্নলিখিত শর্তসাপেক্ষে আবেদন আহবান করা যাচ্ছে।
সাধারণ নির্দেশাবলী:
১. আগ্রহীদের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।
২. আবেদন ফরম বিনামূল্যে একাডেমি অফিস হতে সংগ্রহ করা যাবে।
৩. আবেদন ফরম একাডেমির ওয়েব সাইট www.kncaraj.gov.bd তে পাওয়া যাবে।
৪. আবেদন ফরমের নির্ধারিত স্থানে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের সুপারিশ / প্রত্যয়ন অবশ্যই থাকতে হবে। অন্যথায় আবেদন বিবেচনার
অযোগ্য বলে গণ্য হবে।
৫. আবেদন ফরম যথাযথভাবে পূরণ করে আগামী ১৫/০৬/২০১৯ খ্রি. এর মধ্যে অফিস চলাকালীন সময়ে সরাসরি অফিসে জমা
অথবা ডাকযোগে প্রেরণ করতে হবে।
৬. (ডাকযোগে প্রেরণের ঠিকানাঃ উপপরিচালক, রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমি, মোল্লাপাড়া, রাজশাহী
কোর্ট, রাজশাহী)
ক্রমিক |
শিক্ষার স্তর |
শর্তাবলী |
১. |
৩য় থেকে ৫ম শ্রেণি |
১. শিক্ষা উপকরণ সহায়তা ও শিক্ষাবৃত্তি প্রদান করা হবে। ২. প্রার্থীকে দরিদ্র ও মেধাবী হতে হবে। ৩. প্রতিষ্ঠান প্রধান কর্তৃ্ক সত্যায়িত দু্ই কপি পিপি সাইজ ছবি, জন্ম সনদ ও অভিভাবকের আয়ের প্রত্যয়ন (সরকারী কর্মকর্তা বা স্থানীয় জনপ্রতিনিধি কর্তৃক প্রদত্ত) আবেদনের সাথে সংযুক্ত করেত হবে। |
২. |
৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি |
১. শিক্ষাবৃত্তি প্রদান করা হবে। ২. প্রার্থীকে দরিদ্র ও মেধাবী হতে হবে। ৩. প্রতিষ্ঠান প্রধান কর্তৃ্ক সত্যায়িত দু্ই কপি পিপি সাইজ ছবি, জন্ম সনদ ও অভিভাবকের আয়ের প্রত্যয়ন (সরকারী কর্মকর্তা বা স্থানীয় জনপ্রতিনিধি কর্তৃক প্রদত্ত) আবেদনের সাথে সংযুক্ত করেত হবে। |
৩. |
কলেজ ও বিশ্ববিদ্যালয় |
১. শিক্ষাবৃত্তি প্রদান করা হবে। ২. প্রার্থীকে দরিদ্র ও মেধাবী হতে হবে। ৩. প্রতিষ্ঠান প্রধান কর্তৃ্ক সত্যায়িত দু্ই কপি পিপি সাইজ ছবি, জন্ম সনদ ও অভিভাবকের আয়ের প্রত্যয়ন (সরকারী কর্মকর্তা বা স্থানীয় জনপ্রতিনিধি কর্তৃক প্রদত্ত) আবেদনের সাথে সংযুক্ত করেত হবে। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস