তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে ব্যাসিক আইটি/অাইসিটি লিটারেসি প্রশিক্ষণ প্রোগ্রামের সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠান-২০১৫ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১। ৪৩, চাঁপাইনবাবগঞ্জ-১ অাসনের মাননীয় সংসদ সদস্য ও পরিবেশ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য জনাব মোহা: গোলাম রাব্বানী ২। সৈয়দ ইরতিজা আহসান, উপজেলা নির্বাহী অফিসার, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ। ৩। শিবগঞ্জ ফাজিল মাদ্রসার অধ্যক্ষ জনাব মোহা: জোব্দুল হক আরও স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মী এবং কোর্স পরিচালক, প্রশিক্ষক ও প্রশিক্ষনার্থীবৃন্দ ।
ব্যাসিক আইটি/অাইসিটি লিটারেসি প্রশিক্ষণ প্রোগ্রামে দুইটি নির্বাচিত করা হয়। যথা- ১। কানসাট ইউপি ২। দুলর্ভপুর ইউপি ।
কানসাট ইউনিয়ন থেকে - তিন জন পারফরমান্স পুরস্কার পান-
১। মোসা: সুমি খাতুন (১ম)
২। শাকিলা খাতুন (২য়)
৩। লায়লা ইসমাত অারা (৩য়)
দুলর্ভপুর ইউনিয়ন থেকে - তিন জন পারফরমান্স পুরস্কার পান-
১। মোসা: ফাতেমা রাজিয়া (১ম)
২। মোসা: শিরিন খাতুন (২য়)
৩। মোসা: কামরুন নাহার(৩য়)
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস